শ্রদ্ধার্ঘ্য সকল ‘ফারিস্তে’ দের জন্যে : আপ্লুত দর্শকরা।

কৃষ্ণনগর, নিজস্ব সংবাদদাতাঃ-দুই মাসের উপর আমরা গৃহ বন্দি। গৃহ বন্দি হলেও সৃষ্টিশীল মানুষদের কিন্তু সৃষ্টি বন্ধ হয়না। নতুন নতুন সৃষ্টির উন্মাদনায় তাঁরা যারপরোনায় অস্থির থাকেন। আর এই অস্থির সময়ে তাঁদের লেখনী, তাঁদের কথা, তাঁদের নৃত্য, তাঁদের দৃশ্যায়ন আমাদের যে মুগ্ধ করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু মাত্র আমাদের কেনো, নূপুর ডান্স অ্যাকাডেমি ও অনুপ বিশ্বাস এর যৌথ উদ্যোগে তৈরি “ফারিস্তে” ইতোমধ্যে অদ্ভূত রকম সাড়া ফেলেছে। দুই দিন হয়নি, তাতেই ফেসবুকে তাঁদের এই কাজটির ভিউয়ার পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে। নূপুর ডান্স অ্যাকাডেমির অফিসিয়াল পেইজ এ পাবলিশ হয় কবিতা ও নৃত্য সম্বলিত এই প্রয়াস। যার প্রতিটি মুহূর্তে বোঝানো হয়েছে এই সংকটময় সময়ে স্বাস্থ্য কর্মী, পুলিশ কর্মী, সাফাই কর্মী, সংবাদ মাধ্যমের কর্মীরা কি ভাবে মানুষের জন্যে কাজ করছেন ।

কবি অনুপ বিশ্বাস এর গলাতেই তাঁর নিজের এই সময়ের একটি কবিতা ও জি মিউজিক এর বিখ্যাত গান “তেরি মিট্টি…” কে এত সুন্দর ভাবে নৃত্যের মাধ্যমে দৃশ্যমান করা হয়েছে সেটা বোধহয় না দেখলে উপলব্ধি করা যায় না। নূপুর ডান্স অ্যাকাডেমি এর পক্ষ থেকে গোপা দেবী বলেন, “নৃত্যের উপর কাজ আগেও আমরা করেছি, কিন্তু এই সময় গৃহবন্দি থেকেও যে এই কাজটি কে এভাবে সম্পন্ন করতে পারবো ভাবি নি। ভীষন ভাল একটা অভিজ্ঞতা, আর অনুপ এর লেখা ও পাঠ নিয়ে এটা কে অন্য রকম ভাবে মানুষের কাছে বার্তা দিতে চেয়েছিলাম যে, যে মানুষ গুলো আমাদের জন্যে রোজ এভাবে পরিশ্রম করছেন ওনাদের প্রতি আমাদের যেনো শ্রদ্ধা ভালোবাসা আরেকটু বাড়ে। ” হ্যাঁ, সামনের সারির এই মানুষ গুলোকে ভালো থাকার বার্তা কে যে এই ভাবে পরিবেশন করা যায় সেটা বুঝতে গেলে বোধহয় আপনাদের ও দেখতে হবে মূল লিঙ্ক এ গিয়ে ।

https://m.facebook.com/watch/?v=1210553009291438&_rdr

কৃষ্ণনগর, 29.05.2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *