হে পথিক : রূপা মজুমদার।

0
727

কোথায় যাচ্ছ? পথ হারিয়েছ বুঝি?
দাঁড়াও পথিক, শুনতে পাওনা বুঝি?

পথিক নীরবে হেঁটে চলে
ক্লান্তি নেই বিরাম নেই
শুধু চলতে থাকে একা বিরামহীন।
ওহে পথিক দাঁড়াও না ভাই একবার
ওহে পথিক তুমি কি পথ হারিয়েছাে?

– না! সময় নেই দাঁড়াবার!
দৃপ্ত কণ্ঠে বলে ওঠে পথিক
আমার সময় নেই, কেন থামাও আমায়?
পাওনা শুনতে তােমরা ওদের কান্না
পাওনা দেখতে তােমরা ওদের ঘাম
অসহায় অবহেলিত মানুষগুলি
শুধু একমুঠো খেতে চায়
অনাদরে পরে আছে ওরা অন্ধকারে
কী ভীষণ অন্ধকারে।
তােমরা তাে সভ্য মানুষ-কত শিক্ষা, কত প্রাচুর্য
কিন্তু তাও তােমরা দেখতে পাওনা – অন্ধ নাকি?
কিন্তু তাও তােমরা শুনতে পাওনা-বধির নাকি?
কিন্তু তাও তােমরা বলতে পারােনা – মূক নাকি?
তােমরা তাে সভ্য মানুষ-কত শিক্ষা, কত প্রাচুর্য কত ভয়!
কী ভীষণ হয়।
ফিরে যাও বন্ধু, আমাকে চলতে দাও
যেতে দাও ওদের কাছে।
ওদের শিক্ষা নেই।
প্রাচুর্য নেই
আলাে নেই।
খাবার নেই।
ভয় নেই।
হানাহানি নেই।
শুধু আছে স্বপ্ন, দুচোখ ভরা স্বপ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here