কি ভাবে শুরু হয় প্রজাতন্ত্র দিবস পালন।

    0
    408

    ১৯৪৯ সালের ২৬ নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হবার পর ঠিক করা হয় ১৯৩০ সালের ২৬ জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের দিনটিকে শ্রদ্ধা জানিয়ে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং সেদিন থেকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা Republic of India হিসেবে পরিচিত হবে। প্রথম স্বাধীনতা দিবস নিয়ে জানতে হলে ইতিহাসের একটু পিছনে যেতে হবে।
    ৩১ ডিসেম্বর ১৯২৯ মাঝরাত। লাহোর, তখন অবশ্য ভারতের অন্তর্গত। অজস্র ভারতীয় ভিড় করে দাঁড়িয়ে রবি নদীর তীরে। ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যরা সবাই উপস্থিত। পন্ডিত জওহরলাল নেহেরু সেই প্রথম ‘পূর্ণ স্বরাজ’ অর্থাৎ কিনা ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ন মুক্ত ভারতের দাবি জানিয়ে ভারতের পতাকা উত্তোলন করলেন। উপস্থিত জনতাকে সেদিন ‘পূর্ণ স্বরাজ’ পালনের সমর্থনের দাবী করা হলে বেশিরভাগ হাত ওঠে সমর্থনের পক্ষে। ঠিক করা হয় ২৬শে জানুয়ারি দিনটিকে এবার থেকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। ১৯৩০ সালে ২৬ জানুয়ারি সেই রবি নদীর তীরে আবার জড়ো হয়ে ‘পূর্ণ স্বরাজ’ এর দাবি পুনরায় জানিয়ে স্বাধীনতা দিবস পালন করে জাতীয় কংগ্রেসের সদস্যরা।

    ।।সংগৃহীত।।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here