চমকাও কাকে!! :  কলমে রাণা চ্যাটার্জী।

0
488

কাকে ধমকাও, চমকাও কাকে!!
তেলা মাথায় তেল,চুল কি গজায় টাকে!
এতগুলো দিন পার,ধর্নায় জেরবার,
সীমানায় অন্নদাতারা অন্তরাত্মার ডাকে।

যদি কৃষকের ক্ষতি, কি দরকারী এ নীতি,
নিজেদের আখের গোছাও সঙ্গী পুঁজিপতি!
রোজ দড়ি টানাটানি মন অভিমানী,
হোক ইগোর ইতি,কমুক জীবিকা দুর্গতি।

নিচ্ছো কি খোঁজ,দাম বাড়ছে যে রোজ,
দিন দিন প্রতিদিন, আচরণ অশালীন।
কত কাল হবো নাজেহাল,এ যে অসহ্য,
লাফিয়ে গ্যাস,নিত্যপণ্য,তেল ভোজ্য!
পাত পেড়ে খাও আর হুঙ্কার দিয়ে যাও,
পঙ্গু নীতিতে,আশঙ্কার বিদ্বেষ ভীতিতে
হায়রে ভারত,এ দুর্দিন দেখেনি অতীতে!