থেমে থেমে লিখছি এখন
গতিসর্বস্ব জীবনের পক্ষে ক্ষতিকর যা
অক্ষর থেকে পিছলে পড়ছে সর্বনাশ যাপন
এমন নরকঙ্কাল যুক্তি মেনে
ত্বক- মাংসের নিচে অবস্থান করে
ত্রিতাল ছন্দে ক্ষয়ে যাচ্ছে ভালবাসার মেগাবাইট
স্মার্টফোনের পদত্যাগ মেঘদূতের ভূমিকা থেকে
হিমবাহের নিচে যাচ্ছে হৃদয় আহ্বান
যদি অচিরেই ঘটায় বরফ- পচন…
কবিতা চেষ্টা করছে হৃদয় ডলে
তাপ সৃষ্টি করতে, প্রাপ্তির পূর্ণতায়
তৈরি করতে জীবনের পুষ্টিপ্রবাহ
লিখছি, হে অক্ষর, ভাল হও, সুস্থ হও…