জলস্বপ্নকে কটাক্ষ প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার।

0
799

নিঃ সঃ , পুরুলিয়া:- জেলার নিতুরিয়া থানার প্রত্যন্ত গ্রামগুলিতে জলসংকট।সাধারন মানুষ প্রশাসনের দারস্হ হলে মিলছেনা পানীয় জল।মহিলারা রাস্তায় নেমে জলের দাবীতে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন। সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে বামফ্রন্টের নিতুরিয়া লোকাল কমিটির উদ্যোগে স্হানীয় বিডিও স্মারকলিপি দেওয়া হয়। পানীয় জল অবৈধ বালি উত্তোলন , বাথানবাড়ি ঘাটে সেতুনির্মান সহ সাত দফা দাবী নিয়ে ব্লক প্রাঙ্গনে অবস্থান করে।পরে একটি প্রতিনিধি দল বিডিও অফিসে যান।বিডিও না থাকায় যুগ্ম বিডিও র হাতে স্মারকলিপি তুলে দেন।যুগ্ম বিডিও স্মারকলিপির কথা স্বীকার করে বলেন দাবীগুলি নিয়ে আলোচনা হয়েছে।আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাব। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া, প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ হেমব্রম প্রমুখ। বাসুদেব বাবু জানান এলাকার জল প্রকল্প থেকে শুরু করে এলাকার উন্নয়ন বাম আমলে হয়েছে।বর্তমান সরকার দীর্ঘ এগারো বছরে নতুন কি করেছে? জলস্বপ্ন মানুষের কাছে স্বপ্ন হয়েই থাকবে, একটি সরকারের মানবিক দায়িত্ব পানীয় জল সরবরাহ করা।মানুষকে ন্যুনতম পরিষেবা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ব্যর্থ। এরিয়া কমিটির নেতা মদন মোহন মন্ডল জানান দাবী পূরণ না হলে বৃহত্তর আন্দোলন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here