সকলের কাছে হেলমেট পড়ার বার্তা পৌঁছে দিতে ছেলের স্মৃতির উদ্দেশ্যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করলেন বাবা।

0
390

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম :- পথদুর্ঘটনায় ছেলেকে হারিয়েছেন বাবা । বাবার আক্ষেপ ছেলের মাথায় যদি হেলমেট থাকতো তাহলে তাঁর ছেলেকে এই পৃথিবী ছেড়ে যেতে হতো না । সকলের কাছে হেলমেট পড়ার বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য ছেলের স্মৃতির উদ্দেশ্যে দু’দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল পথদুর্ঘটনায় মৃত ছেলের বাবা । শনিবার ঝাড়গ্রাম শহরের আইটিআই মাঠে দুদিনের জন্য অনুষ্ঠিত হল অনুভব বসুমল্লিক মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট । এই টুর্নামেন্টটি আয়োজন করেছে অনুভব বসুমল্লিকের বাবা মন্টু বসুমল্লিক । মন্টু বাবু বলেন, ছেলে পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে । বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিল কিন্তু তার মাথায় হেলমেট ছিল না । যদি হেলমেট থাকতো হয়তো সে আজ বেঁচে থাকতো । তাই যুবসমাজকে হেলমেট পড়ার বার্তা দেয়ার জন্যই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে । ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় ক্রিকেট খেলা পরিচালনা হচ্ছে । এদিনের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদেন রাজ্যের বন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা । সাথে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার পৌর প্রশাসক কবিতা ঘোষ, ঝাড়গ্রাম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দুর্গেশ মল্লদেব ও ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ঘনশ্যম সিংহ । ব্যাট হাতে ক্রিকেট খেলার মাধ্যমে এদিনের টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মন্ত্রী বিরবাহা । জানা গিয়েছে মোট আটটি টিম নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছে । দুদিন ধরে চলবে এই টুর্নামেন্টটি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here