দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে শুরু হল সাইবার ক্রাইম, মানব পাচার, ড্রাগ বিরোধী ও পথ নিরাপত্তার উপর কর্মশালা।

0
735

বালুরঘাটঃ দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে শুরু হল সাইবার ক্রাইম, মানব পাচার, ড্রাগ বিরোধী ও পথ নিরাপত্তার উপর কর্মশালা। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানা চত্বরে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। হিলি ব্লকের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের এদিনের এই কর্মশালায় শামিল হতে দেখা গেছে। এদিনের এই কর্মশালা চলাকালীন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে এবং হিলি থানার ভারপ্রাপ্ত পরিদর্শক গণেশ শর্মা। জানা গেছে শুধু হিলি থানা এলাকা অভ্যন্তরস্থেই শুধু নয় মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা এলাকা অভ্যন্তরস্থ বালুরঘাটের বালুছায়া অডিটোরিয়াম হলেও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে কর্মশালা। কর্মশালা আয়োজন প্রসঙ্গে পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন কিছুদিন আগে তাদের কাছে খবর ছিল হিলি এলাকায় মাদক-ড্রাগস-এর প্রভাব বাড়ছে, এবং দুর্ঘটনাও বাড়ছে। যে কারনে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধ কমানো আমাদের উদ্দেশ্য নিয়ে তাদের এহেন কর্মশালার আয়োজন।