প্রথম বর্ষপূর্তিতে ‘বন্দিশ’-এর উদ্যোগে তবলা ও লহরা প্রতিযোগিতা দুবরাজপুরে।

0
466

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ‘বন্দিশ’ যার আক্ষরিক অর্থ সংগীতের বাঁধুনি। বীরভূম জেলার দুবরাজপুর শহরে ২০২০ সালে শাস্ত্রীয় সংগীতের বিকাশ সাধনার জন্য গঠিত হয়েছে এই বন্দিশ নামে একটি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। এই সংস্থার উদ্যোগে বর্ষপূর্তি উপলক্ষে হিন্দুস্থানী কন্ঠ সংগীত, তবলা এবং লহরা প্রতিযোগিতা করা হয়। এদিন এই প্রতিযোগিতায় জেলা, ভিন জেলা ছাড়াও রাজ্যের বাইরে থেকে মোট ৫০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। এদিন তিনটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বন্দিশ সংস্থার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। বন্দিশ এর কর্ণধার মৃন্ময় দত্ত জানান, এই জেলা ও রাজ্যের বাইরে শাস্ত্রীয় সংগীতের বিকাশ সাধনার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করেছে বন্দিশ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। শাস্ত্রীয় সংগীত হচ্ছে আমাদের মূল সংগীত। এটা বাদ দিয়ে আমরা চলতে পারি না। বাড়িতে বাড়িতে গানের চর্চা আছে কিন্তু আমরা শাস্ত্রীয় সংগীত ভুলতে বসেছি। তাই আগামী দিনে আমরা শাস্ত্রীয় সংগীত ভুলতে না পারি সেই উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here