বিলম্বে হলেও বোধোদয় বনদপ্তরের, খবরের জেরে নড়েচড়ে কচ্ছপ বিক্রি রুখতে পোস্টারিং।

0
310

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কচ্ছপ বিক্রির খবর সংবাদ মাধ্যমে উঠে আসতেই নড়েচড়ে বসল বনদপ্তর। কিছুদিন আগেই আমাদের সংবাদ-মাধ্যমে প্রকাশিত হয়েছিল যার জন্য কচ্ছপ বিক্রির ভিডিও, আর তার জেরেই আজ নদীয়ার চাকদহ কালিবাজার মন্ডল হাটে হানা দিল বনদপ্তরের অফিসাররা এবং মানুষকে সচেতন করতে লাগানো হলো পোস্টারবন্যপ্রাণী শিকারিদের উদ্দেশ্যে এবং লুপ্তপ্রায় প্রাণী কচ্ছপ যাতে বাজারে বিক্রি না হয় এবং কেউ যেন তা বিক্রি না করে তার জন্য সচেতনতা মূলক পোস্টারিং করছেন, রানাঘাট বনাঞ্চল আধিকারিক প্রদীপ কুমার বাগচি সহ বনদপ্তর এর কর্মীরা। পশ্চিমবঙ্গ সরকারের বনবিভাগের নদিয়া মুর্শিদাবাদ বিভাগের বনাঞ্চল আধিকারিক এর উদ্যোগে, বিভিন্ন বাজারে বাজারে লাগানো হচ্ছে সচেতনতা মূলক প্রচারের পোস্টার। নদীয়া চাকদহ ব্লকের কালিবাজার মন্ডল হাটেও বন বিভাগের উদ্যোগে সচেতনতামূলক পোস্টার লাগানো হয়েছে। এইরকম সচেতনতামূলক কে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষেরা।

বাইটঃ প্রদীপ কুমার বাগচি ( আধিকারিক, রানাঘাট বনাঞ্চল)**** অফিসে বসেই যিনি বক্তব্য দিচ্ছেন তিনি প্রদীপ কুমার বাগচি

বাইটঃ সৈকত ঘোষাল (বনকর্মী,রানাঘাট বনাঞ্চল)
বাইটঃ অনিল ঘোষ (স্থানীয় মানুষ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here