এিপুরা – তেলিয়ামুড়া, রাহুল দাস:- গত বুধবার রাত প্রায় ৯’টা নাগাদ বন্যহাতির তাণ্ডবে ডি এম কলোনি গ্রামের এলাকাবাসীরা ঘুমাতে পারেনি। এবং গ্রামের তিন থেকে চারটি বাড়ি ঘর ভাঙচুর করে। কিছু বাড়ি ঘরের ধান নষ্ট করেন। প্রায় ৪ থেকে ৫ টি বন্য হাতি । কিন্তু গ্রামবাসীরা দাবি ফরেস্ট ডিপারমেন্ট রা যদি কল করার সাথে সাথে আসতেন তাহলে এত ক্ষতি হত না। তাই গ্রামবাসীরা দাবি এত কল করার পরেও ফরেস্ট ডিপার্টমেন্ট কর্মীরা আসেনি।