দক্ষিণ দিনাজপুর জেলার ব্লাড ব্যাঙ্কগুলির রক্তসংকট মেটাতে ফের এগিয়ে এল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ।

0
701

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার ব্লাড ব্যাঙ্কগুলির রক্তসংকট মেটাতে ফের এগিয়ে এল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও দক্ষিণ দিনাজপুর ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের সহযোগীতায় বালুরঘাট থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে। রক্তদান শিবির চলাকালীন উপস্থিত ছিলেন বালুরঘাট মহকুমার মহকুমাশাসক সুমন দাশগুপ্ত, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম, ডি.এস.পি সোমনাথ ঝা, বালুরঘাট থানার আই.সি অসীম গোপ, শিক্ষক উজ্বল বসাক।
এদিনের এই রক্তদান শিবিরে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার্স মিলিয়ে মোট ৭০ জন রক্তদান করে। এদিনের রক্তদান শিবির হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা মেটানোর সহায়ক হবে বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের কর্মী সুশান্ত কুন্ডু। দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে বলেন যখনই আমরা খবর পায় রক্তের চাহিদা রয়েছে তখনই তার কিছুদিনের মধ্যে আমরা রক্তদান শিবির আয়োজনের চেষ্টা করি। এদিন তিনি সেফ ড্রাইভ-সেভ লাইভ বিষয়টি পালনেরও বার্তা দেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here