নারায়ণগড় ব্লকের মকরামপুর অঞ্চলে হাতির তাণ্ডব১২ টি বাড়ি ভেঙ্গে দিল হাতির দল এলাকা জুড়ে আতঙ্ক।

0
283

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মকরাম পুর গ্রাম পঞ্চায়েতের নতুনডিহি ও নয়াডিহি গ্রামে বুধবার ভোরে হাতির পাল তান্ডব চালায়। হাতির পাল খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে গ্রামে ঢুকে পড়ে। গ্রাম বাসীরা ঘর বাড়ি ছেড়ে ভয়ে পালিয়ে যান । ১২ টি মাটির বাড়ি পুরোপুরি ভেঙে দিয়েছে দাঁতাল হাতির দল । শীতের ভোর রাতে তাই গ্রাম বাসীদের আশ্রয় নিতে হয়েছে স্থানীয় স্কুলে। এর আগে কোনদিন ওই এলাকায় হাতির দল ঢোকে নি। তাই বুধবার ভোর রাতে আচমকা হাতির দল ওই দুটি গ্রামে ঢুকে পড়ায় ওই দুটি গ্রামের বাসিন্দারা রীতিমতো ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। হাতির হামলা থেকে বাঁচার জন্য বাড়ি থেকে ছুটাছুটি শুরু করে দেন গ্রামবাসীরা।একদিকে মেঘলা আকাশ, সেই সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি,ঠিক সেই সময় হাতির দল গ্রামে ঢুকে বাপক তাণ্ডব চালায় বলে জানিয়েছেন গ্রামবাসীরা।যাদের মাটির বাড়ি গুলি হাতির দল ভেঙে দিয়েছে তারা স্থানীয় স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছে।হাতির হামলার খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা ওই দুটি গ্রামে গিয়ে যাদের বাড়ি হাতি ভেঙে দিয়েছে তাদের কে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।সেই সঙ্গে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকতে বলেন।স্থানীয় গ্রামপাঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।তবে যে ভাবে খাবারের সন্ধানে জঙ্গল থেকে হাতির পাল লোকালয়ে ঢুকে তাণ্ডব শুরু করেছে তাতে যথেষ্ট আতংকের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here