সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – কেউ রক্ত শূণ্যতায় ভুগছে,কেউ আবার থ্যালাসেমিয়া আক্রান্ত,কেউ আবার জটিল অপারেশান করিয়েছেন রক্তের একান্ত প্রয়োজন। প্রয়োজনের তাগিদে রক্তের অকাল রয়েছে।রক্তের সেই অকাল সংকট ঘোঁচাতে এগিয়ে এলেন এলাকার প্রতিবন্ধী মানুষজন। ঘটনাস্থল প্রত্যন্ত সুন্দরবনের ঝড়খালি।সেখানকার স্থানীয় ক্লাব ‘২ নম্বর লস্করপুর খগেন্দ্রনাথ স্মৃতি উদয়ন সমাজসেবা সংঘ’ এর কর্মকর্তাদের সাথে রক্তের অকাল সংকট মেটানোর জন্য সমাজসেবী তথা সুন্দরবনের কোকোনাট ম্যান সুকুমার সানা সহ অন্যান্যরা আলাপ আলোচনা করেন।রক্তের সংকট মেটাতে রক্তদান করতে হবে।যেমন সিদ্ধান্ত তেমন কাজ। স্থানীয় ক্লাব ও এলাকার প্রতিবন্ধী মানুষজন মিলে রক্তদানের আয়োজন করেন।
বুধবার রক্তদান উৎসবে এলাকার প্রতিবন্ধী মানুষজন সহ প্রায় ২০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এমনকি সুন্দরবনের কোকোনাট ম্যান নামে খ্যাত একটি পা হীন সুকুমার সানা ও স্বেচ্ছায় রক্তদান করেন।
তিনি বলেন রক্তের অকাল সংকট মেটাতে আমি প্রতিবন্ধী স্বত্বেও রক্ত দিতে এগিয়ে এসেছি। যাতে করে সাধারণ মানুষ আরো বেশি করে এগিয়ে আসেন। ’