কল্পতরু উৎসবের দিন রানাঘাট শহরে ১০ নম্বর ওয়ার্ডে চূর্ণী নদীর ধারে রামকৃষ্ণ মূর্তি ও মন্দির প্রতিষ্ঠিত হলো ।

0
812

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- কল্পতরু উৎসবের দিন রানাঘাট শহরে ১০ নম্বর ওয়ার্ডে চূর্ণী নদীর ধারে রামকৃষ্ণ মূর্তি ও মন্দির প্রতিষ্ঠিত হলো ।এমন মন্দির ও মূর্তি রানাঘাট শহরে প্রথম ।রানাঘাট কলাইঘাটা তে রামকৃষ্ণ পরোমহংস দেব এসেছিলেন সেই মাটি ধন্য হয়েছিল ।সেখানে একটি মন্দির তৌরি করার চেষ্টা হয়েছিল কিন্তূ কয়েকজন বাধার জন্য ওই মন্দির তৌরি হয়নি । তাই কলাই ঘাটার বিপরীতে ওই মন্দির তৌরি হয়ে আজ কল্পতরুর দিন আনুষ্ঠানিক উদ্বোধন হলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here