আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে গতকাল থেকে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। বন্ধ হয়েছে পর্যটন কেন্দ্রগুলিও।আচমকা এই ঘটনা ঘটে যাওয়ায় বিভ্রান্ত পর্যটকেরা।যার জেরে চরম ভোগান্তিতে পর্যটকেরা ডুয়ার্সের জলদাপাড়া,বক্সা,জয়ন্তী,চিলাপাতায় ঘুরতে আসা পর্যটকেরা উগরে দিয়েছেন ক্ষোভ। সাফারি বুকিং করেছিলেন জঙ্গল ঘুরবেন বলে। অগ্রিম টাকা দিয়েছিলেন। কিন্তু কার সাফারি হলো না।শুধু দেশের নয়,বিদেশ থেকেও পর্যটকেরা এসেছিলেন জঙ্গল ঘুরতে।আচমকা এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ তারা। গতকাল থেকে ডুয়ার্সের প্রায় সমস্ত পর্যটন কেন্দ্র ছেড়ে চলে যেতে শুরু করেছে পর্যটকরা।
বন্ধ হয়েছে পর্যটন কেন্দ্রগুলি, আচমকা এই ঘটনা ঘটে যাওয়ায় বিভ্রান্ত পর্যটকেরা।

Leave a Reply