জাতীয় লিগ্যাল এইড সার্ভিশেষ ডে উপলক্ষে প্রবীণ নাগরিকদের সঙ্গে মিলিত হলেন বিচার ব্যাবস্থার সঙ্গে যুক্ত ব্যাক্তিত্বরা।

0
235

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- বুধবার সন্ধ্যায় জলপাইগুড়িতে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সংগঠনের সদস্যদেড় সঙ্গে এক আইনি পরিষেবা সংক্রান্ত আলোচনায় অংশ নেন, জেলা আদালতের বিচারক সহ লিগ্যাল এইড সার্ভিশেস এর জলপাইগুড়ি কার্যালয়ের আধিকারিকরা।।
মূলত প্রবীণ নাগরিকদের কাছে লিগ্যাল এইড সার্ভিস পৌঁছে দেওয়াই এই আলোচনার মূল লক্ষ বলে জানান, জেলা জজ শুভ্রদীপ মিত্র।
তিঁনি বলেন, ওনারাই আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছেন, একদিন আমরাও ওনাদের জায়গায় চলে যাবো।
এই বিশেষ আলোচনা প্রসঙ্গে জলপাইগুড়ি টাউন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সংগঠনের পক্ষে প্রবীণ নাগরিক গৌতম সরকার জানান।
আজ জজ সাহেবরা আমাদের এখানে এসেছেন এবং অনেক মূল্যবান কথা বলার পাশাপাশি আমাদের আইনি পরিষেবা পাওয়ার বিষয়টি বুঝিয়েছেন এই জন্য আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here