দুঃস্থদের সাহায্য করে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করলেন বাসন্তীর যুবক।

0
536

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –রাজ্যের সর্বত্র ৫ জানুয়ারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ৬৭ তম জন্মদিন পালন করলেন তৃণমূল কংগ্রেসের নেতা,মন্ত্রী,কর্মী সহ অন্যান্যরা।নেতা মন্ত্রীদের পথে না হেঁটে বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রীর৬৭ তম জন্মদিন একটু ভিন্ন ভাবে পালন করলেন প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের চুনাখালির বড়িয়া গ্রামের জনৈক যুবক আদিত্য সরদার।মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যানিং,বাসন্তীর বিভিন্ন প্রান্তে অসহায় মানুষদের দ্বারে দ্বারে পৌঁছে গিয়ে তাঁদের হাতে তুলেদিলেন খাদ্যসামগ্রী ও শীত বস্ত্র।পাশাপাশি তাঁদের কাছে আবেদন করলেন মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু কামনার জন্য।
এদিন প্রায় শতাধিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওই যুবক। কেন এমন উদ্যোগ সে প্রসঙ্গে আদিত্য সরদার জানিয়েছেন ‘অসহায় দুঃস্থ মানুষের পাশে বরাবরই সাহায্যে হাত বাড়িয়ে দিয়ে তাঁদের পাশে থাকার চেষ্টা করি।বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।তিনি প্রতিনিয়ত দরিদ্র মানুষের কথা চিন্তা করে রাজ্যে বিভিন্ন প্রকল্প চালু করেছেন।আর সেই কারণে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমি দরিদ্র অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র তুলে দিয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন কে সেলিব্রেট করেছি। কারণ তিনিই আমাদের সর্বময় কর্তা এবং মমতাময়ী মা’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here