গরম জলে পড়ে পাঁচ বছরের শিশুর কন্যার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মেচেদায়,ভাঙচুর।

0
319

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- খেলা করতে গিয়ে গরম জলে পড়ে পাঁচ বছর বয়সী শিশু কন্যার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা থানার শান্তিপুর বিদ্যাসাগর পল্লী এলাকায়, জানা গিয়েছে ওই মৃত শিশুর কন্যার নাম অঙ্কিতা গোস্বামী, বয়স আনুমানিক ৫ বছর, স্থানীয় সূত্রে জানা যায় গত ৩১শে ডিসেম্বর মেচেদা চিল্ড্রেন পার্কে খেলা করতে গিয়ে ছিল বিদ্যাসাগর পল্লীর বাসিন্দারা অর্ণব গোস্বামীর পাঁচ বছরের শিশুকন্যা অঙ্কিতা, সেই সময় পাশের মিষ্টি দোকানের গরম জল রাখা ছিল,খেলার ছলে ওই গরম জলে পড়ে গুরুতর আহত হয় অঙ্কিতা, এরপর পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাকে প্রথমে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে কলকাতায় স্থানান্তরিত করে চিকিৎসকরা, গত ৪ই জানুয়ারি জানুয়ারি অর্থাৎ বুধবার মৃত্যু হয় অঙ্কিতার,এরপরই ক্ষোভে ফেটে পড়ে পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকাবাসীরা, বৃহস্পতিবার বেলা নাগাদ উত্তেজিত পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা ভাঙচুর চালায় ওই মিষ্টির দোকানে, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মেচেদা থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here