সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে সচেতনতা ও হেলমেট প্রদান।

0
247

আবদুল হাই, বাঁকুড়াঃ এদিকে কোভিড পরিস্থিতির তৃতীয় ঢেউ আক্রান্ত হচ্ছে বহূ মানুষ সেই সকল মানুষদের সচেতন করার সঙ্গে সঙ্গে বিনা হেলমেটে যেসকল ব্যক্তিরা মোটর বাইক নিয়ে ঘোরাফেরা করছে তাদের আটকে আজ সচেতন করার সঙ্গে সঙ্গে হাতে হেলমেট তুলে দিলেন বাঁকুড়া সদর থানার আইসি দেবাশীষ পন্ডা, ট্রাফিক ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

বিনা হেলমেটে মোটরবাইক চালকরা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। কারণ হেলমেট যেকোনো মুহূর্তে বিপদের হাত থেকে জীবন রক্ষা করে। হেলমেট অবশ্যই সকলকে পরা দরকার।
ফের মাস্কবিহীন পথচারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান, পুলিশ দেখেই পড়িমড়ি দৌড় মাস্ক বিহীন পথচারীদের
বাঁকুড়া সদর থানার পুলিশ। পথচারীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করা হয়। মাস্ক বিহীন ক্রেতাদের পন্য না দেওয়ার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেয় পুলিশ। মাস্ক বিহীন দশ জন পথচারী ও ব্যবসায়ীকে আটক করা হয়। পুলিশের অভিযান দেখে সতীঘাট এলাকায় পড়িমড়ি করে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায় মাস্কবিহীন একাধিক পথচারীকে। করোনার বাড়বাড়ন্ত রুখতে এইভাবেই বাঁকুড়া শহর জুড়ে লাগাতার অভিযান চালানো হবে বলে পুলিশের সূত্রে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here