মালদা, নিজস্ব সংবাদদাতাঃ-মালদা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। মঙ্গলবার মালদা জেলায় নতুন করে করোনা আক্রান্ত হলেন আরও ৩৬০ জন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি ল্যাবে ৭১৫ জনের লালারসের নমুনা পরীক্ষা করে এই ৩৬০ জনের করোনার রিপোর্ট পজিটিভ আসে। এদিকে, সোমবার সকাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ফ্লু কর্নারের সামনে লালারসের নমুনা পরীক্ষা করার জন্য রোগীদের লম্বা লাইন। এদিকে করোনা সংক্রমণ বেড়ে চলায় মালদা শহরের ৯ টি এলাকাকে কন্টেইনমেন্ট জোন করা হয়েছে। সেখানে ব্যানার ঝোলানোর পাশাপাশি স্যানিটাইজেশনের কাজ চলছে।
মঙ্গলবার মালদা জেলায় নতুন করে করোনা আক্রান্ত হলেন আরও ৩৬০ জন।

Leave a Reply