দীঘায় উঠলো ৫০ মণ বহুমূল্য গুরজালি মাছ,খুশি মৎস্যজীবীরা।

0
301

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- বুধবার পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘায় উঠলো ৫০ মণ বহুমূল্য গুরজালি মাছ। মৎস্যজীবী সূত্রে জানা গিয়েছে দীঘায় ভগবান ভুঁয়া মৎস্য জীবীর জালে এক সঙ্গে প্রায় ৫৯ মণ উঠল গুরজালি মাছ। যা খানিকটা হলেও হতবাক হয়ে গেছেন মৎস্য জীবীরা। লকডাউনের পরিস্থিতি সময় যখন তাতে আর্থিক অবস্থা খারাপ তখন এই সময় একসঙ্গে এত মাছ পেয়ে কার্যত খুশি মৎস্য জীবীরা। তাদের কথায় যেখানে ১৫ জন মৎসজীবি কাজ করেন তারা প্রত্যেকে ৫ থেকে ৬ হাজার টাকা করে ভাগ পাবেন মৎস্য জীবীরা। মেঘলা আবহাওয়া জন্য এই মাছটি পাওয়া গেছে বলে মনে করছেন মৎস্য জীবীরা তাদের কথায় এই মাছ এখানে বিক্রি হয় না, বাইরে বিক্রি হয়। এক কিলো মাছের দাম ৬০০ থেকে ৭০০ টাকা করে বিক্রি হয় এবং দীর্ঘ এক মাস ধরে তাদের যে সমস্যা চলছিল তা কিছুটা হলেও সমাধান হবে বলে মনে করছেন মৎস্য জীবীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here