উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।

0
432

মালদা, নিজস্ব সংবাদদাতাদ:-উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। জলপাইগুড়ির কাছে উলটে গেল আপ গুয়াহাটি বিকানের এক্সপ্রেস। সূত্রের খবর,এদিন বিকালে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস নিউজলপাইগুড়ি স্টেশন ছেড়ে কিছুটা যাওয়ার প্রেই ময়নাগুড়ির দোমোহানী এলাকায় লাইনচ্যুত হয়। তার জেরে ইঞ্জিনের পর থাকা ৭টি বগি লাইন থেকে ছিটকে পড়ে যায়। ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে ৩টি বগি সম্পূর্ণ গুঁড়িয়ে গিয়েছে। তার জেরে হতাহতের সংখ্যা অনেকটাই বেশি হয় আশঙ্কা করা হচ্ছে।সেই  ঘটনা পরে মালদা রেল স্টেশনে এমারজেন্সি হেল্প লাইন খোলা হয়েছে। এবিষয়ে স্টেশন ম্যানেজার উত্তরবঙ্গে একটি ট্রেন দূর্ঘটনা ঘটেছে তার জেরে মালদা রেলস্টেশনে হেল্প লাইন নম্বর খোলা হয়েছে।

বাইটঃ- স্টেশন ম্যানেজার