করোনা পরিস্থিতি জটিল হওয়ার আগেই, গয়েশপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চালু হলো মা ক্যান্টিন।

0
418

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার গয়েশপুর পৌর এলাকার গোকুলপুরে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে উদ্ভোধন হলো মা ক্যান্টিন।
করোনা আবহে বহু মানুষ কাজ হারিয়েছে, দুঃস্থ মানুষদের দুপুরে একবেলা আহার দেবার উদ্দেশ্যে এই ক্যান্টিন চালু হয়েছে বলেই জানা গেছে দলীয় সূত্রে।
এদিন ক্যান্টিন উদ্ভোধন করেন তৃনমূল কংগ্রেসের সভাপতি কৌশিক ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন এস সি সেলের সভাপতি অমল বিশ্বাস,মানিক মন্ডল যুব নেতা রাজদিপ মুখার্জী সহ একাধিক নেতৃত্ব।
দুপুরে একবেলা আহার পেয়ে খুশি সাধারণ মানুষ।
তৃনমূল কংগ্রেসের সভাপতি কৌশিক জানান এই নিয়ে গয়েশপুরে তিনটে ক্যান্টিন চালু করা হলো আজ এখান থেকে চারটি ওয়ার্ডের প্রায় ১৫০মানুষ একবেলার আহার সংগ্রহ করতে পারবেন।