বিজেপির নির্বাচনী সভা চলাকালে দলীয় কার্যালয় ঘিরে কালো পতাকা তৃণমূলের, গাড়ি ভাঙচুর, চলল ইটবৃষ্টি।

0
241

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পৌরসভা নির্বাচন নিয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক সভা চলাকালীন হামলা। পার্টি অফিস লক্ষ করে ইট বৃষ্টি, বিজেপির গাড়ি ভাঙচুর। সেই সঙ্গে বিজেপির দলীয় কার্যালয় ঘেরাও করে কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়া গয়েশপুর থানা এলাকায়। জানা যায় আগামী পৌরসভা নির্বাচন নিয়ে বিজেপির বনগাঁ সাংগঠনের পক্ষ থেকে নদিয়া গয়েশপুরের বউবাজার এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে একটি কর্মীসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বনগাঁর সাংগঠনিক সভাপতি রাম পদ দাস সহ শীর্ষস্থানীয় নেতারা। অভিযোগ সেখানে আচমকা হানা দেয় দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা। বিজেপি সভাপতি রাম পদ দাস অভিযোগ করেন, গণতন্ত্রকে হত্যা করার কাজ চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আমাদের বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। দলীয় কার্যালয় লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। সেইসঙ্গে কার্যত আমাদেরকে অফিসের মধ্যে আটকে রাখা হয়েছে। এ বিষয়ে গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক ঘোষ বলেন কয়েকদিন আগেই গয়েশপুর অঞ্চল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দাঁড়া তৃণমূল কংগ্রেস 2 জন কর্মী খুন হয়। তার রেশ এখনো কাটেনি সেই কারণে আমাদের কর্মীরা তার প্রতিবাদ জানিয়েছে মাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী থানায় পুলিশ। যদিও গোটা এলাকা ঘিরে এখনো উত্তেজনা রয়েছে।