শিবরাত্রি উপলক্ষে হাজার হাজার ভক্ত গঙ্গা স্নান করতে পারি দিচ্ছে মানিকচক ঘাটে।

0
368

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-শিবরাত্রি উপলক্ষে হাজার হাজার ভক্ত গঙ্গা স্নান করতে পারি দিচ্ছে মানিকচক ঘাটে।মঙ্গলবার সকালে কেউ পায়ে হেঁটে, কেউ সাইকেলে, কেউ আবার বাস বা অন্যান্য গাড়ির ছাদে বসে গঙ্গা স্নানের উদ্দেশ্যে রওনা দেন।
মালদা জেলার ইংরেজবাজার থানার অমৃতি এলাকায় শিব মন্দির প্রাঙ্গণে বহুদিন ধরে হয়ে আসছে শিবরাত্রি উপলক্ষে জমজমাট মেলা।
আলকাপ, কীর্তন, পঞ্চরস সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মন্দির প্রাঙ্গণে।
শিব ভক্তরা মানিকচক ঘাটে গঙ্গা স্নান করে পায়ে হেঁটে পৌঁছান অমৃতি শিব মন্দিরে। প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করেন ভক্তরা। কোন ভক্ত আবার তারও বেশি পথ অতিক্রম করেন। শিবের মাথায় জল ঢালার জন্য বাসন্তী রঙের পোশাক পড়ে পুরুষ এবং মহিলারা মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে রওনা দেন মানিকচক ঘাটের উদ্দেশ্য। সেখানে স্নান করে গঙ্গা জল নিয়ে তারা পৌঁছাবেন অমৃতি শিব মন্দিরে। মঙ্গলবার সারাদিন এবং রাত ধরে চলবে জল ঢালার পালা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here