গোপন সূত্র মারফত অভিযান চালিয়ে মোথাবাড়ি থানার অন্তর্গত অচিনতলা স্ট্যান্ড থেকে একজন বাইক পাচারকারীকে গ্রেফতার করে, মোথাবাড়ি থানার পুলিশ।

0
276

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-বৃহস্পতিবার রাত্রে গোপন সূত্র মারফত অভিযান চালিয়ে মোথাবাড়ি থানার অন্তর্গত অচিনতলা স্ট্যান্ড থেকে একজন বাইক পাচারকারীকে গ্রেফতার করে, মোথাবাড়ি থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে অভিযুক্ত মোটর বাইক নিয়ে কালিয়াচক এর দিকে যাচ্ছিল। এবং পুলিশ তাকে হাতেনাতে ধরে জিজ্ঞাসাবাদ করায়। বাইকটির উপযুক্ত নথিপত্র না মিললে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার নাম আজম শেখ বাড়ি চকপ্রতাপপুর টিটাহিপাড়া এলাকায়।
প্রাথমিক তদন্তে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পুলিশকে জানিয়েছে সে মোটরবাইক টি বিক্রি করার উদ্দেশ্যে কালিয়াচক এর দিকে যাচ্ছিল।
অভিযুক্ত এর সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে, এর তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। এবং প্রসঙ্গে উল্লেখ্য অভিযুক্তকে আজ জেলা আদালতে পাঠানো হয়েছে।