পারিবারিক বিবাদের জেরে আম গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক ব্যক্তি।

0
287

নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- পারিবারিক বিবাদের জেরে আম গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক ব্যক্তি। যা নিয়ে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার সহ গোটা এলাকায়। ঘটনাটি শান্তিপুর থানার সগুনা দাসপাড়ায়, জানা যায় মৃত ব্যক্তির নাম নীলাপদ দাস বয়স আনুমানিক (57) বছর। স্থানীয়দের কাছ থেকে জানা যায় দীর্ঘদিন ধরে ওই ব্যক্তির ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলছিল এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন নিলাপদ দাস শুক্রবার বেলা 11 টা নাগাদ। ওই এলাকারই একটি আম বাগানের গাছের ডালের সাথে নীলপদ দাস কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় মানুষ, এরপর শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। শুক্রবার বেলা একটা নাগাদ মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ পাশাপাশি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। যদিও ওই ব্যক্তির কি কারনে মৃত্যু তা স্পষ্ট করতে পারছে না তার পরিবার, যদিও ভাইয়ের সাথে জমি বিবাদের জেরে এই আত্মঘাতী নাকি অন্য কোন রহস্য লুকিয়ে আছে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।