জোর পূর্বক নকল টাকার বান্ডিল হাতে ধরিয়ে মহিলার দেহের সোনার গহণা সহ সর্বস্ব লুঠ করলো প্রতারকরা।

0
278

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – ক্যানিং শহরে দুষ্কৃতিদের তান্ডব অব্যাহত।মঙ্গলবার সকালে নকল টাকার বান্ডিল এক মহিলার হাতে ধরিয়ে দেয় কয়েকজন যুবক। এরপর ওই মহিলার দেহ থেকে জোর পূর্বক সোনার গহণা খুলে নিয়ে চম্পট দেয় প্রতারকরা। ঘটনা ঘটেছে খোদ ক্যানিং বাজারের স্পোর্টস কমপ্লেক্স ময়দানের উল্টো দিকের রাস্তায়।দিনের বেলায় প্রকাশ্যে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে প্রতারিত মহিলা কে জিঞ্জাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। যদিও এলাকায় তল্লাশি অভিযান শুরু করলেও এখনও অবধি প্রতারকদের টিকিও খুঁজে পায়নি পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে বাসন্তী থানার অন্তর্গত সোনাখালি ৭ নম্বর চরপাড়ার বাসিন্দা মাধবী মন্ডল।আত্মীয়ের বাড়িতে বিপদ হয়েছে খবর পেয়ে ছোট্ট নাতনি কে সাথে নিয়ে সোমবার চাম্পাহাটি তে গিয়েছিলেন।মঙ্গলবার সকালে সেখান থেকে তিনি গ্রামের বাড়িতে ফিরছিলেন। এদিন সকালে ট্রেন থেকে নেমে ক্যানিং বাজারে আসছিলেন অটো ধরার জন্য। সেই সময় দুজন প্রতারক মহিলার সাথে ভাব জমিয়ে জোর পূর্বক ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে জোর পূর্বক একটি টাকার বান্ডিল মহিলার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয় প্রতারকরা। পরে জোর পূর্বক মহিলার হাত ও কান থেকে সোনার অলঙ্কার খুলে নেয়।যাওয়ার সময় প্রতারকরা মহিলা কে জানায় ‘বান্ডিলে এক লক্ষ টাকা রয়েছে নিয়ে নেবেন। পরে সোনার গহণা কিনে নেবেন।আমরা বিপদে পড়ে এসেছি।’ এমনই অভিযোগ প্রতারিত হওয়া মহিলার।এরপর চম্পট দেয় প্রতারকরা।মাধবী দেবী বলেন‘সেই সময় ভয়ে কাউকে কিছু না বলে টাকার বান্ডিল টি খুলে দেখি।বান্ডিলে পাওয়া যায় একটি মাত্র কুড়ি টাকার নোট এবং ভাঁজ করা অসংখ্য খবর কাগজ।প্রতারিত হয়েছি বুঝতে পেরেই বাকরুদ্ধ হয়ে যাই।স্থানীয় লোকজনদের কে ঘটনার খবর জানাই।তাঁরা ক্যানিং থানার পুলিশের কাছে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। তাঁদের কে ঘটনার কথা জানিয়েছি।’
ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করলে ও ঘটনা অভিযুক্তদের কাউকে আটক কিংবা গ্রেফতার করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here