বাঁকুড়ায় আসন্ন পৌরসভা উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন ও প্রচার জোর কদমে।।।।

সুদীপ সেন, বাঁকুড়া:- পৌরসভা নির্বাচনের দিন ক্ষণ বাঁকুড়া সহ বাকি পৌরসভাগুলোর কয়েক্ দিনের মধ্যেই ঘোষণা হবে ধরে নিয়ে অনেক দিন আগের থেকেই বাড়ি বাড়ি প্রচার ও কিছু জায়গায় দেওয়াল লিখন শুরু করেছে শাসক সহ বিরোধী দলগুলি।

এবার বাঁকুড়ার ০৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বাঁকুড়া জেলা মুখ পাত্র দিলীপ আগরওয়ালের নেতৃত্বে শুরু হলো দেওয়াল লিখন সাথে বাড়ি বাড়ি প্রচার।

এই প্রসঙ্গে দিলীপ বাবু জানান, তিনি আগের নির্বাচনে এই ০৩ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন, কিন্তু এই বৎসর এই ওয়ার্ড মহিলা সংরক্ষিত হওয়ায় যিনি ই প্রার্থী হোন না কেন, তাঁকেই নির্বাচিত করতে হবে।

তিনি আরো বলেন, বাঁকুড়া পৌরসভা খুব ভালো কাজ করেছে তাই মানুষ আবার তাঁদের সদস্য দেরই নির্বাচিত করবে।

এছাড়া মমতা বন্দোপাধ্যয়ের নানা বিধি জন মুখী প্রকল্পের ফলে সর্বস্তরের মানুষ উপকৃত হয়েছেন।

বাঁকুড়ায় পৌরসভা জল, নিকাশি ব্যবস্থা, রাস্তা, আলোর ব্যবস্থা করেছে।

তাই আসন্ন পৌর নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেস কেই সমর্থন করবে।

এই বিষয়গুলি কেই মানুষের সামনে তুলে ধরতে তাঁরা প্রচারের অঙ্গ হিসেবে দেওয়াল লিখন শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *