মোট সাত দফা দাবি কে সামনে রেখে স্মারকলিপি প্রদান করল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি।

0
129

দক্ষিণ দিনাজপুর,(বালুরঘাট) ৮ ফেব্রুয়ারি:- অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের মিড ডে মিল থেকে অব্যাহতি দেওয়া, বিদ্যালয় গুলিতে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা সহ মোট সাত দফা দাবি কে সামনে রেখে স্মারকলিপি প্রদান করল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি। বুধবার বালুরঘাট ভিডিওর নিকট সংগঠনের কর্মীরা একত্রিত হয়ে খুব সমাবেশ করার পর স্মারকলিপি প্রদান করে। সংগঠনের পক্ষ থেকে জানা যায় বর্তমানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থাকা হয়ে গেছে গৌণ মিড ডে মিল হয়ে গেছে মুখ্য। শিক্ষকদের কাজ ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদান করা কিন্তু মিড ডে মিলের কাজ করতে সেই শিক্ষা দান থেকে শিক্ষকরা প্রতিমুহূর্তে বিরত হয়ে পড়ছে। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে পুনরায় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংগঠনের পক্ষ থেকে বালুরঘাট ভিডিওর নিকট স্মারকলিপি দেওয়া হয় বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here