আসন্ন পুরো নির্বাচনের প্রাক্কালে দেওয়াল লিখন শুরু করলো ইংরেজবাজার শহর তৃণমূল নেতৃত্ব ।

0
249

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ-  আসন্ন পুরো নির্বাচনের প্রাক্কালে দেওয়াল লিখন শুরু করলো ইংরেজবাজার শহর তৃণমূল নেতৃত্ব । যদিও তৃণমূলের প্রতীক চিহ্ন আঁকলেও প্রার্থীর জায়গা এখনও ফাঁকা রাখা রয়েছে। পুরো নির্বাচনের আগে এক প্রকার দেওয়াল দখলের লড়াই শুরু হয়েছে শহরে বলে মনে করছে রাজনৈতিক মহল। শুক্রবার দুপুরে মালদা শহরের ১৭ নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকায় তৃণমূলের প্রতীক চিহ্ন দিয়ে দেওয়াল লিখনের কাজ শুরু করে সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা ইংরেজবাজার পুরসভার কোডিনেটর শুভময় বসু । তাঁর নেতৃত্বে এদিন ওই ওয়ার্ডের দলীয় , কর্মী সমর্থকেরা বিভিন্ন দেওয়ালে তৃণমূলের প্রতীক চিহ্ন এঁকে আগামী নির্বাচনের বার্তা প্রচারের কাজ শুরু করে দিয়েছেন।
ইংরেজবাজার পুরসভার প্রাক্তন কাউন্সিলর শুভযয় বসু বলেন, আগামীতে পুরো নির্বাচন হবে। ইংরেজবাজার পুরসভার কোন ওয়ার্ডে কে তৃনমূল প্রার্থী হবেন, তা ঠিক করবে দলের রাজ্য নেতৃত্ব । কিন্তু আমরা আগে থেকেই তৃণমূলের প্রতীক চিহ্ন দিয়ে দেওয়াল লিখনের কাজ শুরু করেছি। শুধু প্রার্থীর নামের জায়গাটি ফাঁকা রাখা হয়েছে। পরবর্তীতে রাজ্য নেতৃত্বে নির্দেশে প্রার্থী যে তালিকা প্রকাশিত হবে, সেই অনুযায়ী আমরা তখন প্রার্থীদের নাম দেওয়ালে লিখব। এবারে পুরো নির্বাচনে বিরোধীশূন্য করতে সব ধরনের দলীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন তার সূচনা হিসেবে দেওয়াল লিখনের কাজ শুরু করা হয়।