প্রশাসনিক কড়া পদক্ষেপে হলদিয়ার অশান্ত হওয়া কারখানা স্বাভাবিক ছন্দে ফিরল।

0
299

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- প্রশাসনিক কড়া পদক্ষেপে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার অশান্ত হওয়া কারখানা স্বাভাবিক ছন্দে ফিরল। জেলার INTTUC র সভাপতি শিবনাথ সরকারের তত্ত্বাবধানে শ্রমিকদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে সমাধানসূত্র বের হলো বলে জানা গিয়েছে। সচল হলো লালবাবা টিউবলেস তৈরির কারখানা। খুশির হাওয়া শ্রমিক মহল থেকে কারখানা কর্তৃপক্ষ। জানা যায় শনিবার গভীর রাত্রি পর্যন্ত পর্যায়ক্রমে বৈঠকের পর বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের ভুল বুঝতে পারেন বলে জানিয়ে দেন । কয়েকজন শ্রমিকের অন‍্যয‍্য দাবি করার জন্য এমনই শ্রমিক অসন্তোষ বলে জানায় বৈঠকে থাকা এক শ্রমিক। কারখানার নিয়ম-শৃঙ্খলা ঠিক রাখতে ভবানীপুর থানা একজন শ্রমিককে গ্রেপ্তার করেছিল। শিল্পের পরিবেশ ধরে রাখতে কারখানার পরিবেশ ধরে রাখতে এমন ধরনের ভুল কাজ আর কখনো করবে না বলে জানিয়ে দেয়। যার ফলে ভবানীপুর থানায় থাকা শ্রমিককে ছাড়িয়ে নিয়ে আসে বর্তমান কার্যকরী সভাপতি শিবনাথ সরকার। রবিবার থেকে কারখানার কাজকর্ম ঠিকঠাক চলতে থাকায় খুশির হাওয়া শ্রমিক মহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here