নিজস্ব সংবাদদাতা, মালদা,৬ ফেব্রুয়ারি : মালদা সিনিয়ার সিটিজেনস কমিটির উদ্যোগে সংকটমোচন মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার।
মালদা শহরের রামনগর কাচারি এলাকায় কোভিদ বিধি মেনে পুজোর আয়োজন করা হয়। এর পাশাপাশি সোমবার নরনারায়ন সেবার আয়োজন করা হয় কমিটির পক্ষ থেকে।
উপস্থিত ছিলেন, কমিটির সভাপতি চন্ডী মিশ্র, সম্পাদক মলয় চন্দ্র পাল সহ অন্যান্য সদস্যরা।
গত তিন বছর ধরে সংকটমোচন মন্দিরে পুজোর আয়োজন করে আসছে কমিটির কর্মকর্তারা। পুজো উপলক্ষে কোভিদ বিধি মেনে প্রচুর ভক্তের সমাগম হয় মন্দির প্রাঙ্গণে। সোমবার কমিটির পক্ষ থেকে একটি নরনারায়ন সেবার আয়োজন করা হয়।
এর পাশাপাশি সামাজিক সেবা মূলক কাজেও তারা যুক্ত বলে জানান কমিটির সম্পাদক মলয় চন্দ্র পাল।