তৃণমূলের এখন অস্তিত্ব রক্ষার লড়াই চলছে,পার্টিতে নতুন পুরনো ঝাড়াই চলছে যেমন, খড়্গপুরে এসে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের।

0
252

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দক্ষিণ পূর্ব রেলে তৈরি হয়েছে খড়গপুর ওয়ার্কশপ এবং গেটবাজার কাছে দুটি রোড ওভারব্রিজ উদ্বোধন করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের ডি আর এম মনোরঞ্জন প্রধান এবং সিনিয়র ডিসিএম রাজেশ কুমার। খড়্গপুরের বিধায়ক হীরণময় চট্টোপাধ্যায়ের ফলকে নাম থাকলেও তিনি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। দিলীপ ঘোষ এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যেভাবে ধর্ষণ বাংলায় হচ্ছে এফআইআর হচ্ছে কিন্তু কেউ কোনদিন সাজা পায় না। তাই মানুষ সিবিআই এর উপরে ভরসা রেখেছে। ধীরে ধীরে সব কেস প্রায় সিবিআই এর হাতে চলে যাচ্ছে কারণ এই যে বড় বড় মার্ডার হচ্ছে বিশেষ করে রাজনৈতিক হত্যা, সাধারণ মানুষের হত্যা এটা নিয়মিত চলছে। বাংলায় এরকম কালচার কোনদিনও ছিল না। যারা দোষী, তারা এসব কাজকর্ম করার পরও তাদের গায়ে কেউ হাত দেয় না সিবিআই যদি এগুলো সমাধান করে তাহলে এই ধরনের অপরাধ কমবে তিনি আরও বলেন তৃণমূলের এখন অস্তিত্ব রক্ষার লড়াই চলছে, পার্টিতে নতুন পুরনো ঝাড়াই চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here