কাঁথি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীকে নমিনেশন করতে না দেওয়ায় অভিযোগে মহকুমা শাসকের দপ্তরের সামনের ধর্না

0
462

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সুময় দাস (বাপ্পা) কে নমিনেশন জমা দিতে বাধা দেয় পুলিশ এমনটাই অভিযোগ প্রার্থীর।
প্রসঙ্গত, তিনি দীর্ঘদিন তৃণমূল করলেও তৃণমূলের থেকে টিকিট না পাওয়ার জন্য মনের দুঃখে ক্ষোভে নির্দল প্রার্থীর হয়ে কাঁথি পৌরসভা ১১নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী তরুণ বেরার বিপরীতে নির্দল প্রার্থী হয়ে নমিনেশন করতে আসেন। সেই মোতাবেক বুধবার কাঁথি মহকুমা শাসক দপ্তরে নমিনেশন জমা দিতে গেলে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাঁকে। যে পুলিশ তাঁকে বাধা দেয় তাঁর নাম করে একাধিক অভিযোগ করে। এমনকি প্রতিবাদ জানিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে ধর্নায় বসে পড়েন তিনি। পাশাপাশি সংবাদমাধ্যমের সামনে কার্যত তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন, এবং তিনি বলেন আমি যদি নির্দল প্রার্থী হিসেবে এই ওয়ার্ডে প্রার্থী হিসেবে নমিনেশন তাহলে আমার জয় নিশ্চিত।