ট্রেন থেকে নামিয়ে নৃশংস খুনের ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করল আদালত।

0
243

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১০ ফেব্রুয়ারি: ট্রেন থেকে নামিয়ে নৃশংস খুনের ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। বিচার চলাকালীন এক আসামির মৃত্যু হয়। বাকি দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড ও ফাইনের নির্দেশ দেন বিচারক।
২০০৮ সালের ১৯ মার্চ হরিশ্চন্দ্রপুরের কাওয়ামারির বাসিন্দা মোজাম্মেল হক মালদা টাউন স্টেশন থেকে হরিশ্চন্দ্রপুরে যাচ্ছিলেন। ভালুকা রোড স্টেশনে ট্রেনের কামরা থেকে মোজ্জামেল সাহেবকে নামিয়ে মারতে মারতে স্টেশনের বাইরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি ভুটভুটিতে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে এক কিলোমিটার দূরে দেহ ফেলে দেওয়া হয়। পরদিন ৩০ জনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী। এই ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। বিচার চলাকালীন মৃত্যু হয় এক আসামির। বাকীদের যাবজ্জীবন কারাদন্ড ও আর্থিক জরিমারার নির্দেশ দিয়েছেন বিচারক।