সপরিবারে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন নিয়ে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ টেট উত্তীর্ণদের।

0
382

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এবার সপরিবারে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন নিয়ে জেলাশাসকের দপ্তরে সামনে বিক্ষোভ টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের। শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরে সামনে বিক্ষোভ দেখায় একাধিক পরীক্ষার্থীরা। এর আগেও তাদের নিয়োগের দাবিতে একাধিকবার প্রশাসনের দপ্তরে বিক্ষোভ দেখিয়েছে তারা। বিক্ষোভকারীদের দাবি 2014 সালে তারা পরীক্ষায় বসে উত্তীর্ণ হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল তাদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু প্রাথমিকভাবে 12000 নিয়োগ করানোর পর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া। এরপর বেশ কয়েক বছর কেটে গেলেও তাদের আর নতুন করে নিয়োগ করা হয়নি। এর আগেও একাধিকবার প্রশাসনের বিভিন্ন দরজায় ঘুরেছেন তারা বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু কোন লাভ হয়নি। এবার সপরিবারে স্বেচ্ছায় মৃত্যু আবেদন নিয়ে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখানো তারা। তাদের দাবি লাখ লাখ টাকা খরচ করে তারা পড়াশোনা করেছে। কিন্তু তাদের যদি বেকার অবস্থায় নিয়োগ না করা হয় তারা না খেয়ে পরিবার নিয়ে মরবে। এই পরিস্থিতিতে সরকার অবিলম্বে তাদের নিয়োগপত্র হাতে তুলে দিক না হলে স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি দিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here