শম্পা দরিপা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ওয়ার্ডের প্রতিটি মানুষের সাথে তার আত্মিক সম্পর্ক।

আবদুল হাই বাঁকুড়া :- বাঁকুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের টিএমসি প্রার্থী শম্পা দরিপা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তার কাছে নতুন নয় এই ওয়ার্ডের প্রতিটি মানুষের সাথে তার আত্মিক সম্পর্ক। আগামী পৌরসভা নির্বাচনে জেতার বিষয়ে তিনি বলেন যে প্রত্যেক মানুষই জেতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন তিনিও ব্যতিক্রম নন তিনিও 100% আশাবাদী যে তিনি আগামী পৌরসভা নির্বাচনে মানুষের আশীর্বাদ এই ওয়ার্ড থেকে জয়ী হবেন তিনি বলেন যে এই ওয়ার্ডে বহু নিদর্শন এরকম আছে যেখানে তিনি তার আগের টার্মে কাজ করেছেন যেমন ক্রেমাটরিয়াম হাই মাস্ট লাইট সিগন্যাল ব্যবস্থা সহ আরো বহু কাজের নিদর্শন আছে যেগুলি তার আগের বারের কাজের সাক্ষ্য বহন করে তাই তিনি আশাবাদী যে মানুষ তাঁকে আশীর্বাদ করবেন এবং তিনি আবার এই ওয়ার্ড থেকে জয়ী হবেন তিনি বলেন যে উন্নয়ন ধারাবাহিক প্রক্রিয়া মানুষ সবসময় আরো নতুন কিছু চায় তাই এর মধ্যে কোন নতুন কিছু নেই তিনি চেষ্টা করবেন আরো উন্নততর পরিষেবা প্রদান করতে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে মানুষকে বিভিন্ন রকম নাগরিক সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে এবং তিনি এর আগের বারের মত এবারও চেষ্টা করবেন যেন সেই সব নাগরিক পরিষেবা মানুষ পান না ‌ শম্পা দরিপা বলেন যে এই বোর্ডের মানুষ ব্যক্তিগতভাবে তাকে খুব ভালো করে চেনেন কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই যে মানুষের জন্য কিছু করতে গেলে রাজনৈতিক ক্ষমতা থাকা অত্যন্ত জরুরী তাই তিনি এই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং তিনি আশাবাদী যে মানুষের আশীর্বাদ পাবেন তিনি মানুষের কাছে গিয়ে একটি কথা বলছেন যে তিনি তাদের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *