গিরিজা সুন্দরী দেবীর মৃত্যু দিবসে তাঁর মূর্তি প্রতিষ্ঠিত হলো বুলবুলচণ্ডী গিরিজাসুন্দরী বিদ্যামন্দির প্রাঙ্গনে।

0
262

নিজস্ব সংবাদদাতা, মালদা,৮ অগাস্ট :- গিরিজা সুন্দরী দেবীর মৃত্যু দিবসে তাঁর মূর্তি প্রতিষ্ঠিত হলো বুলবুলচণ্ডী গিরিজাসুন্দরী বিদ্যামন্দির প্রাঙ্গনে। সোমবার সাড়ম্বরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠিত মূর্তি উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ সরকার এবং বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি প্রভাস চন্দ্র চৌধুরি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়েরপ্রাক্তন শিক্ষক সহ ছাত্র ছাত্রীরা।
জানা গিয়েছে, এলাকায় শিক্ষার প্রসারে গিরিজাসুন্দরী দেবীর পরিবারের দান করা জায়গায় তাঁর নামাঙ্কিত বিদ্যালয় স্থাপিত হয়েছিল বুলবুলচণ্ডীতে। ছাত্র ছাত্রীদের শিক্ষার বিস্তারে গিরিজা সুন্দরী দেবীর নামেই বিদ্যালয়ের নাম করনহয়’বুলবুলচণ্ডী গিরিজা সুন্দরী উচ্চ বিদ্যালয়।’ অথচ তাঁর নামাঙ্কিত বিদ্যালয়েই এতদিন ছিল না তাঁর কোনো মূর্তি। তাই বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির আগে ২২ শ্রাবন গিরিজা সুন্দরী দেবীর প্রয়াণ দিবসে তাঁর আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হলো বিদ্যালয় প্রাঙ্গণে। এদিন প্রদীপ প্রজ্জ্বলন ও জাতীয় সঙ্গীত এবং উদ্বোধনী সংগীত মধ্য দিয়ে দিন মূর্তির উদ্বোধন করা হয়। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গিরিজা সুন্দরী দেবীর মূর্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়েই বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির সূচনা হয়ে গেল।বিশেষ অতিথি হিসাবে গিরিজা দেবীর পরিবারের লোক সহ প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের আমন্ত্রণ করা হয় উদ্বোধনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here