প্রাথমিক স্কুল খুললো।

0
402

নদীয়া, নিজস্ব সংবাদদাতা : প্রায় দু বছর বন্ধ থাকার পর বুধবার থেকে খুললো প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক সমস্ত স্কুল। নদিয়ার বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের দ্বিতীয় শ্রেনির ছাত্র ছাত্রীরা তারা গত দু’বছর ধরে অনলাইন ক্লাস এর মাধ্যমে ভার্চুয়াল পড়াশোনা করলেও বুধবার সশরীরে উপস্থিত হতে পারে তারা খুশি। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন অভিবাবকরা ।কারণ হিসাবে বলেন , টানা দু’বছর ধরে স্কুল বন্ধ থাকায় ছেলে মেয়েদের আর ভালো লাগছিল না। কোন বন্ধু-বান্ধবের সঙ্গে মিশতে পারছিল না।এবার থেকে রোজ স্কুল হওয়ার কথা শুনে তাদের খুব আনন্দ হচ্ছে। অভিভাবিকা খোলসা করেই বললেন,’আমাদের ছেলে মেয়েরা তো প্রায় সব ভুলেই যাচ্ছিল।স্কুলে যাওয়ার অভ্যাস বন্ধ হয়ে গিয়েছিল।অবশেষে স্কুল খোলার সিদ্ধান্ত সঠিক হয়েছে।। ক্লাসে বসে খুদে পড়ুয়ারা জানায় এবার থেকে রোজ স্কুলে যাব বন্ধুদের সঙ্গে দেখা হবে, ভালো লাগবে। অভিভাবকরা জানালেন, এতদিন ধরে স্কুলে না গিয়ে ঘরে থেকে থেকে ওরা বের হতে পারছিল না ।মানসিকতা বদলে যাচ্ছিল।এবার রোজ স্কুলে যাবে। ওদের খুব ভালো লাগবে।’ প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত স্কুলগুলিও খোলার নোটিস পাওয়ার পর জেলার প্রায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ঝাড়পোঁছ করে পরিষ্কার করে ক্লাসরুম প্রস্তুত করা হয়েছে।করোনা বিধি মেনে স্কুলে স্যানিটাইজ করে নেওয়া হয়েছে প্রস্তুতি। তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির নদিয়ার নেতৃত্ব জানিয়েছেন,’ জেলার প্রতিটি স্কুলেই যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করে করোনা বিধি সঠিকভাবে পালন করা হয়, সেই চেষ্টাই করা হয়েছে। স্কুলের পড়ুয়ারা যাতে মাস্ক পড়ে আসে, তার জন্য অভিভাবকদের জানানো হয়েছে।দূরত্ব বিধি মেনেই ক্লাস করানো হবে।’ মূলত পাড়ায়়় শিক্ষালয় চালু হওয়ার পর থেকে হাইস্কুলের সঙ্গে যেসব প্রাথমিক স্কুলগুলি রয়েছে, তারা আগে থেকেই কিছুটা প্রস্তুত ছিলেন। তাই বুধবার থেকে তাদের স্কুল চালু করতে খুব একটা অসুবিধায় পড়তে হচ্ছে না। আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। ছাত্র-ছাত্রীরা যাতে মাস্ক পড়ে আসে, সেকথা অভিভাবকদের জানানো হয়েছে। শিক্ষকরাও মাস্ক পড়ে থাকবেন। এক বেঞ্চে দুজন করে বসানো হবে। এছাড়া স্কুলে থাকবে বড় বোতলে স্যানিটাইজার। পাড়ায় শিক্ষালয়ের সময় থেকেই বসে মিড-ডে-মিল খাওয়ানো হয়েছে। প্যাকেট মিড-ডে-মিলও দেওয়া হয়েছে।’স্কুল খোলার জন্য সমস্তরকম প্রস্তুতি সারা হয়েছে । প্রায় দু’বছর পর ফের ক্লাসরুমে পড়ুয়াদের আসার অপেক্ষায় উৎসাহিত ছিল নদিয়ার বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা ছাত্র ছাত্রীদের পঠন পাঠন শুরু করে দিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here