বাঁকুড়া পৌরসভায় নির্দল প্রার্থী হওয়ায় বহিষ্কৃত প্রাক্তন পৌরসভার ভাইস চেয়াম্যান ও প্রাক্তন কাউন্সিলর।

0
317

সুদীপ সেন, বাঁকুড়া:- দলীয় প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলাতেও বিক্ষোভ লক্ষ্য করা যায়।

প্রার্থী পছন্দ না হওয়ায় হয় রাস্তা অবরোধ, জেলা সভাপতি কে ঘিরে বিক্ষোভ।

শেষ পর্যন্ত সেই বিক্ষোভে খুব একটা ফল হয়নি।
ফলে প্রার্থী পরিবর্তন না হওয়ায় বাঁকুড়ায় বেশ কয়েক জন নির্দল এবং কংগ্রেসের পক্ষে প্রার্থী পদ জমা করে।

এদের মধ্যে উল্লেখযোগ্য বাঁকুড়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়াম্যান দিলীপ আগরওয়াল এবং প্রাক্তন কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্ত্তী।

বেশ কয়েক জন প্রার্থী পদ প্রত্যাহার করলেও এই দুই নির্দল প্রার্থী অনড় থাকেন।

পশ্চিমবঙ্গ তৃণমূল রাজ্য কমিটির পক্ষে এইসব নির্দল প্রার্থীদের প্রার্থী পদ প্রত্যাহার করে দলে ফেরার কথা বলা হয়।

এরই সাথে দেওয়া হয় চরম সময় সীমা।

নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা নির্দল থেকে প্রার্থী পদ প্রত্যাহার না করায় ১৮ ই ফেব্রুয়ারী বাঁকুড়া জেলা তৃণমূল সাংগঠনিক সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র সাংবাদিক সম্মেলন করে দিলীপ আগরওয়াল এবং অনন্যা রায় চক্রবর্ত্তী কে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন।

তাঁদের ছয় বছরের জন্য বহিষ্কারের কথা তিনি জানান।

উল্লেখ্য দিলীপ বাবু ৭ নম্বর এবং অনন্যা রায় চক্রবর্ত্তী ১৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here