হিজাব পরিহিতা মহিলাদের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

0
341

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- কর্ণাটকে একটি কলেজের সামনে বোরকা ও হিজাব পরার কারণে একদল কিশোরের কাছে হেনস্তার শিকার হোন মুসকান খান নামে এক শিক্ষার্থী। হিজাব বিতর্ক সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে। তাই কর্ণাটকের মুসকান ও হিজাব পরিহিতা মহিলাদের হেনস্থার প্রতিবাদে আজ বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান সাহেবের নির্দেশে এবং দুবরাজপুর ব্লকের সদাইপুর থানা জমিয়্তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে হিজাব পরিহিতা মহিলাদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল করা হল। এদিন সাহাপুর, সেলারপুর, কুইঠা গ্রামের ৫ থেকে ৭ হাজার মহিলা এই মিছিলে অংশগ্রহণ করেন। তাঁরা একত্রিত হোয়ে কয়েকটি গ্রামে মিছিল করে প্রতিবাদ জানান। এদিন কুইঠা গ্রামে একটি ছোট্ট সভার মাধ্যমে দোওয়া খায়ের করেন বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান সাহেব। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সদাইপুর থানা জমিয়্তে উলামায়ে হিন্দের সেক্রেটারী মহম্মদ এজাজুল হক, বিশিষ্ট সমাজসেবী খেলাফৎ খান সহ আরো অনেকে। এদিন মর্জিনা বিবি জানান, কর্ণাটকে হিজাব নিয়ে মুসকানকে যে ভাবে অপমান করা হয়েছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমরা তাঁর সমর্থনে এবং সমস্ত হিজাব পরিহিতা মহিলাদের সমর্থনে একটি মিছিল করলাম। পাশাপাশি সদাইপুর থানা জমিয়্তে উলামায়ে হিন্দের সেক্রেটারী মহম্মদ এজাজুল হক জানান, বোরকা বা হিজাব পরে আমাদের মা বোনেরা স্কুল কলেজে যেতে পারে তার জন্য আমরা একটি মিছিল করলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here