বয়স মাত্র বারো, তার আঁকা ছবি সকলকে তাক লাগিয়ে দিচ্ছে।

0
393

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মাত্র 12 বছর বয়স ।এই স্কুল ছাত্রী ইতিমধ্যে মধ্যে তার আঁকা ছবি সকল কে তাক লাগিয়ে দিচ্ছে ।আর ছবি আঁকতে তার সময় লাগছে 10 থেকে 15 মিনিট কিংবা তারও কম সময় । নদিয়ার চাকদাহ পালপাড়ার বাসিন্দা ছাত্রী লাবনী হালদার ইতিমধ্যে তার ছবি টুইটার বিভিন্ন সেলিব্রেটি থেকে বিভিন্ন ব্যক্তিদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে । বিভিন্ন ধরণের ছবি আঁকতে পারে পেন্সিল থেকে শুরু করে ডট পেন সময় 10 মনিট ধরে আঁকলে 15 মিনিট ।তার এই ছবি আঁকা কোভিদ এর সময় দুই বছর ঘরে বসে থেকে তার এই প্রতিভার বিচ্ছিরণ ঘটেছে ।ইতিমধ্যে সে বড় জায়গায় আঁকার ডাক যেমন পাচ্ছে পাশাপাশি এত দ্রুত আঁকার জন্য পুরস্কার পেতে চলছে । বাবা গোপাল কর্মকার শিল্পী ইতিমধ্যে তার বিভিন্ন জায়গায় প্রতিমা ,প্যান্ডেল কিংবা মডেল তৌরি করে পুরষ্কৃত কিংবা প্রশংসা পেয়েছেন ।মা পিঙ্কি হালদার তিনিও হাতের কাজে নদীয়া জেলায় নাম করেছেন ।তবে তাদের একমাত্র মেয়ে লাবনী হালদার এর এমন প্রতিভা এমন আঁকা এত দ্রুত ছবি আঁকা তা কল্পনায় আনতে পারেননি ।যদি না কোরোনা অবহওয়ে বাড়িতে বসে আঁকার চেষ্টা না করতো ।ইতিমধ্যে গ্রেট ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম তুলেছে লাবনী হালদার তার কাছে প্রশংসা সার্টিফিকেট ও মডেল চলে আসছে তার বাড়িতে ।কে বলতে পারে তার এমন প্রতিভার বিচ্চরণ সারা দেশে ছড়িয়ে পড়বে না ?