পুরসভা নির্বাচনের প্রাক্কালে ইংলিশবাজার পুরসভা এলাকায় বিজেপিতে ব্যাপক ভাঙ্গন ধরলো।

0
267

নিজস্ব সংবাদদাতা, মালদা:- পুরসভা নির্বাচনের প্রাক্কালে ইংলিশবাজার পুরসভা এলাকায় বিজেপিতে ব্যাপক ভাঙ্গন ধরলো। সংশ্লিষ্ট পুরসভা এলাকার শতাধিক বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করলেন। এই যোগদানকারীদের মধ্যে রয়েছেন বিজেপির দক্ষিণ মন্ডলের কো-কনভেনার থেকে আইটি সেলের কনভেনার । যাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী। মঙ্গলবার সকালে মালদা শহরের স্টেশন রোড এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।  পুর নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি। তার আগে বিজেপির দুটি শাখা সংগঠনের নেতা সহ শতাধিক কর্মীরা তৃণমূলে যোগ দেওয়ায় ওই দলের একটা বড় ধাক্কা বলেও মনে করছে রাজনৈতিক মহল।  যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।              উল্লেখ্য, রবিবার ইংরেজবাজার পুরসভার ভোট। তার আগে ইংরেজবাজারের শক্তি বৃদ্ধি হল তৃণমূলের।  জেলা তৃণমূল কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শতাধিক বিজেপি কর্মীরা।  বিজেপি থেকে আসা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছিল না তাই দলবদল, জানিয়েছেন যোগদানকারী বিজেপি নেতা সুভাঞ্জন গোস্বামী। তিনি আরও জানিয়েছেন,বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করলেও তারা কি কাজ করবে কার সাথে কাজ করবে তাদের কিছু জানানো হত না।

এদিকে এই যোগ দানের ফলে ইংরেজবাজারে তৃণমূলের ভোট আরো বাড়লো বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর।

এই দলবদলের ফলে বিজেপিতে কোনো প্রভাব পড়বে না ভুলে পাল্টা মন্তব্য করেছেন বিজেপির দক্ষিণ মালদার  সাধারণ সম্পাদক গৌড় মন্ডল।

ছবি ———- বিজেপির কর্মীরা দলত্যাগ করে তৃণমূলে যোগদান করছেন।