আলু চাষে ঋণের বোঁঝা নিয়ে চিন্তায় আত্মহত্যা পথ বেছে নিল গড়বেতা লক্ষণপুরের এক চাষী,শোকের ছায়া।

0
295

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- আবারো আলু চাষ করে ঋণের দায়ে আত্মহত্যার পথ বেছে নিল মাঝ বয়সী এক ব্যক্তি, ঘটনায় শোকের ছায়া নেমে এলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার লক্ষণপুর এলাকায়, জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম দেবাশীষ মান্না, বয়স আনুমানিক ৫০ বছর,পরিবার সূত্রে জানা যায় শনিবার সকাল নাগাদ নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা, তড়িঘড়ি তাকে উদ্ধার করে দ্বারিগেরিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে,এরপর চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়, জানা যায় মেয়ের বিয়ে ও ছেলের পড়াশুনার জন্য কিছুটা ঋণগ্রস্ত হয় ওই ব্যক্তি, তারই মাঝে সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে ৪ বিঘা আলু চাষ করে ওই ব্যক্তি, তবে একদিকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নষ্ট হওয়ার পথে আলু, এই পরিস্থিতিতে মানসিক অবসাদে ভুগতে থাকে ওই ব্যক্তি, অবশেষে বেছে নেয় আত্মহত্যার পথ, তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ, ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here