বনধ কে উপেক্ষা করে স্কলারশিপ ফর্ম জমা দেওয়ার জন্য পোস্ট অফিসের সামনে ছাত্র ছাত্রীদের লম্বা লাইন।

0
345

আবদুল হাই, বাঁকুড়াঃ- আজ বিজেপির ডাকা ১২ বনধ যদিও বন্ধের তেমন কোন প্রভাব পড়েনি বাঁকুড়া জেলায়, জনজীবন
স্বাভাবিক ছিল, রাস্তায় ছিল গাড়ি ।অন্যান্য দিনের মতোই দোকান বাজার স্কুল কলেজ সবই ছিল প্রায় স্বাভাবিক।
সে মতই ছাত্র-ছাত্রীরাও বনধ কে উপেক্ষা করেই বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা পোস্ট অফিসের সামনে স্কলারশিপ ফর্ম জমা দেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দেয়। প্রত্যেক ছাত্রছাত্রীর কাছেই এই কাজটি ভীষণ গুরুত্বপূর্ণ আর সেসব কথা ভেবেই ইন্দাস থানার পুলিশ ছাত্র-ছাত্রীরা যাতে ফর্ম জমা করার কাজটি সুস্থ স্বাভাবিক ভাবে সম্পন্ন করতে পারে তার জন্য ছাত্র ছাত্রীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
পুলিশের এই ভূমিকায় খুশি ছাত্র-ছাত্রীরা।
এক ছাত্রী বলে আজ ফর্ম দেওয়ার শেষ দিন তাই আজ ফর্ম জমা দিতেই হবে না হলে সরকারি এই সাহায্য থেকে তাকে বঞ্চিত হতে হবে অতএব বনধ বলে বাড়িতে বসে থাকেনি, ফর্ম জমা করতেই এসেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here