ভক্তদের উদ্দিপনায় সহিত কোলাঘাটে রূপনারায়ন পাড়ের শিব মন্দিরে শিবরাত্রি।

0
555

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– হিন্দপুরাণ তথা শিবমহা পুরাণ অনুযায়ী মঙ্গলবার মহাশিব রাত্রি। পুরাণ কথায়, এই রাতেই দেবাদিদেব মহাদেব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তান্ডবনৃত‍্য করে ছিলেন। এই রাতেই সম্পন্ন হয়েছিল শিব ও পার্বতীর মহাবিবাহ। বাংলা তথা ভারতের সীমানা ছাড়িয়ে যেখানে যত খ‍্যাত-অখ্যাত শৈবভক্ত ও শিব মন্দির আছে সেখানেই মহাধূম ধামে শিবরাত্রি উদযাপন হয়।
তারই অঙ্গস্বরূপ আজ আরো বিভিন্ন জায়গার মত পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে রূপনারায়ন পাড়ের শিব মন্দিরে অগনিত ভক্তমন্ডলীর শোভাযাত্রা, বিভিন্ন বাদ‍্যবাজনা সহকারে দলবদ্ধ ভাবে সমাগম ঘটে। সকাল থেকেই হাওড়া ও দুই মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত হতে ভক্তদের আনা গোনা শুরু হয়। বহমান নদীর জলে পূণ্যস্নান করে নদীপাড়ের মন্দিরে লিবলিঙ্গে জলঢালা ও পূজাপাঠ ও পূষ্পাঞ্জলী অর্পণ করেন। অনেকেই প্রথানুযায়ী দুধ, দই, ঘৃত, মধু, ডাবের জল ও গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গ স্নান করান। এরপর বেলপাতা, নীলকন্ঠফুল, ধুতুরা আকন্দ ফুল দিয়ে ধূপধূনা এবং মিষ্টান্ন-ফলাদি নিবেদন করে শিব আরাধনায় ব্রতী হন। বারব্রত পালনে উপবাসীদের কন্ঠে ধ্বনিত হয়, হরহর মহাদেব, জয় দেবাদিদেব, ওঁ নমঃ শিবায় ধ্বণী। এদিন যাত্রীদের কথা ভেবে মন্দির ও নদীঘাট কতৃপক্ষ সব রকম পরিষেবার সু-ব‍্যবস্থা গড়ে তুলেছিলেন বলে কমিটির পক্ষে বিশ্বনাথ দাস জানান।