বাঁকুড়া জেলার ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান তিলুড়ী কৃপাময়ী উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী অনুষ্ঠানের প্রস্তুতি।

0
545

সুদীপ সেন, বাঁকুড়া:- বহু চর্চিত এবং ঐতিহ্য মন্ডিত বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুড়ী কৃপাময়ী উচ্চ বিদ্যালয়।
১৯১৬ সালে এই বিদ্যালয় স্থাপিত হয়।

একসময় যথেষ্ট সুনাম ছিল এই বিদ্যালয়ের।
বহু কৃতি ছাত্র ছাত্রী এই বিদ্যালয়ে পড়া শোনা করে বর্তমানে দেশে ও বিদেশে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

সেই বিদ্যালয়ের শত বার্ষিকী পালন না হওয়ায় অনেকের মন ভারাক্রান্ত ছিল।

যাই হোক দেরিতে হলেও সেই অনুষ্ঠান হচ্ছে।

২ রা ফেব্রুয়ারী , ২০২২ এই শত বার্ষিকী অনুষ্ঠান পালনের জন্য একটি কমিটি গঠন করা হলো।
যার সম্পাদক মনোনীত হন শ্রী তপন চাটার্জী, সভাপতি শ্রী হিমাদ্রী শেখর দুলে এবং যুগ্ম কোষাধ্যক্ষ হন শ্রী অসিত চৌধুরী ও শ্রী শুভঙ্কর লায়েক।

এই শত বর্ষ উদযাপনের সম্ভাব্য তারিখ স্থির হয় ২৫, ২৬ এবং ২৭ শে বৈশাখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here