বিনামূল্যে কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন স্কুলে।

0
597

বীরভূম, সেখ ওলি মহম্মদ:- আগে আমরা বিদ্যালয়ে পুঁথিগত শিক্ষালাভ করেছি। আর বর্তমান ডিজিটাল যুগে মানুষ অনেক এগিয়ে। তাই বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার শেখানো হচ্ছে ছাত্রছাত্রীদের। কিন্তু এখনও অনেক বিদ্যালয়ে পর্যাপ্ত কম্পিউটার নেই। তাই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে লণ্ডন প্রবাসী তথা বীরভূমের সন্তান হীরেন সিংহরায় তাঁর পৈতৃক গ্রাম বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের গাঁড়া পদুমা হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য একটি সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন। বিদ্যালয়ের একটি রুমে ১০ টি কম্পিউটার, একটা প্রিন্টার, ইনভার্টার সহ যাবতীয় ফার্নিচার দান করেন। যার আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা। মাধ্যমিক পাশ করার পর ছাত্রছাত্রীদের জন্য একটি বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থাও করেন তিনি। এতে ছাত্রছাত্রীদের চাকরি বা ব্যক্তিগত কর্মোদ্যোগে ভবিষ্যতে সহায়তা হবে। তিনি বলেন, মায়ের অনুপ্রেরণা তাকে শিক্ষা প্রসারে উৎসাহিত করেছে। এই গ্রামের দুই ইঞ্জিনিয়ারিং ছাত্র তার আর্থিক সহায়তায় পড়াশোনা চালিয়ে যাচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব সেনগুপ্ত বলেন, তিনি এর আগেও দুটি ক্লাসরুম, ছাত্রীদের টয়লেট, বেঞ্চ, বইপত্র দান করেছেন। এই পরিবারের অবদান স্বীকার করেছেন তিনি। ছাত্রী সঙ্ঘসাথী রায়, বিশাখা ঘোষ বলেছে, এই ডিপ্লোমা কোর্স আমাদের ভবিষ্যত কর্মে কাজে লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here